অখিল নিয়োগী এর সংক্ষিপ্ত জীবনী

অখিল নিয়োগী (জন্ম: ২৫ অক্টোবর , ১৯০২ – মৃত্যু: ২১ ফেব্রুয়ারি, ১৯৯৩) একজন বাঙালি শিশুসাহিত্যিক। তিনি স্বপনবুড়ো ছদ্মনামেই অধিক পরিচিত। বৃটিশ ভারতবর্ষের পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের ময়মনসিংহের সাঁকরাইল-টাঙ্গাইলে তিনি জন্মগ্রহণ করেন।

অখিল নিয়োগীর পিতার নাম গোবিন্দ চন্দ্র নিয়োগী ও মাতা ভবতারিণী দেবী। পিতা টাঙ্গাইলের বিন্দুবাসিনী হাই স্কুলের নামকরা প্রধান শিক্ষক ছিলেন।

অখিল নিয়োগী র রচিথ উল্লেখযোগ্য গ্রন্থ-

  • ‘বাবুইবাসা বোর্ডিং’
  • ‘বনপলাশীর ক্ষুদে ডাকাত’
  • ‘বাস্তুহারা’
  • ‘পঙ্ক থেকে পদ্ম জাগে’
  • ‘ধন্যি ছেলে’
  • ‘কিশোর অভিযান’
  • ‘পালা-পার্বণ ছড়াছন্দ’
  • ‘ভুতুড়ে দেশ’
  • ‘খেলার সাথী’

1 thought on “অখিল নিয়োগী এর সংক্ষিপ্ত জীবনী”

Comments are closed.