অম্বর রায়

অম্বর রায় (অম্বর খিরিদ রায় ) ছিলেন বাংলা দলের বাঁহাতিব্যাটসম্যান। পঙ্কজ রায়ের ভাইপাে অম্বর রায় ৪টি টেস্ট ম্যাচে অংশ নেন। দুটি নিউজিল্যান্ড ও দুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুব্রত গুপ্ত বহুবার বাংলা দলের হয়ে রনজিতে খেলেছেন। ডানহাতি এই মিডিয়াম ফাস্ট বােলার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৬৭ ও ১৯৬৯ খ্রিস্টাব্দে ৪টি টেস্ট ম্যাচে অংশ নেন। বাংলার আরেক দিকপাল ক্রিকেটার কার্তিক বসু। বাংলার ঘরােয়া ক্রিকেটে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ৪৪টি ম্যাচে ১৬৫৯ রান করেন।

অম্বর রায়

১০৭ রান তার জীবনের সর্বোচ্চ রান। পরবর্তীকালে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে বাংলার ঘরে ঘরে তার নাম ছড়িয়ে পড়ে। ডানহাতি ব্যাটসম্যান গােপাল বসু ছিলেন লম্বা ইনিংস খেলার এক অসাধারণ ক্রিকেটার। বাংলার এই দিকপাল ব্রিকেটার ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুনীল গাভাসারের সঙ্গে জুটি বেঁধে ১৯৪ রানের পার্টনারশিপ করেন। তার ক্রিকেটীয় বুদ্ধি ও বাগ্মিতা পরবর্তী প্রজন্মকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী ও পারদর্শী করে তুলেছে।

গুরুত্বপূর্ণ তথ্য 
জন্মঃ ৫ জুন ১৯৪৫, কলকাতায়
মৃত্যুঃ ১৯ সেপ্টেম্বর ১৯৯৭ বয়স ৫২) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

বয়স-
সমাধিঃ
অন্যান্য নামঃ
পেশাঃ ক্রিকেটার
পিতা-

মাতাঃ

 

 

Leave a Comment