অ্যান্টনি ল্যাভয়সিয়ে (১৭৪৩ – ১৭৯৪) : Antoine Laurent Lavoisier:
‘আধুনিক রসায়নের জনক’ হিসেবে খ্যাত অ্যান্টনি ল্যাভয়সিয়ে একজন ফরাসী রসায়নবিদ। তিনিই প্রথম আবিষ্কার করেন যে, অক্সিজেন একটি মৌলিক গ্যাস এবং এটি দহন ও শ্বাস কার্যে সহায়তা করে। দহন সম্পর্কিত ফ্লজিস্টন মতবাদকে ভুল প্রমাণ করে তিনিই প্রতিষ্ঠা করেন যে, পদার্থের সঙ্গে অক্সিজেনের সংযোগই হলো দহন। তিনি রাসায়নিক সংযোগ সম্পর্কিত ভরের নিত্যতার সূত্রও আবিষ্কার করেন।