অ্যামেদিও অ্যাভোগাড্রো এর সংক্ষিপ্ত জীবনী

অ্যামেদিও অ্যাভোগাড্রো ( ১৭৭৬-১৮৫৬) Amede Avogadro (1776-1856):-

ইতালীয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো ১৮১১ সালে ডাল্টনের পরমাণুবাদ সংশোধন করেন এবং অণুর ধারণা প্রবর্তন করেন। তিনি পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য দেখান। এরই ভিত্তিতে তিনি বার্জেলিয়াস প্রকল্প সংশোধন করে অ্যাভোগাড্রো প্রকল্প উপস্থাপন করেন। তাঁরই প্রকল্প অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছে যে, ১ মোল পদার্থে স্থির সংখ্যক ( ৬.০২৩ × ১০) কণা থাকে। এর নাম অ্যাভোগাড্রো সংখ্যা (N) ।