ভেস্যালিয়াস [Vesalius, 1514-1564] এর পুরো নাম আন্দ্রেআস ভেসালিউস (Andreas Vesalius) । তিনি ১৫১৪ সালের ৩১শে ডিসেম্বর নেদারল্যান্ডস এর বেলজিয়ামের ব্রাসেল শহরে জন্ম গ্রহণ করেন। তিনি ১৫২৯-১৫৩৩ পর্যন্ত অউভনিআ বিশ্বববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
তিনি 18 বছর বয়সে প্যারিসে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করতে যান। 1537 খ্রীষ্টাব্দে তিনি মেডিসিনের ডক্টরেট উপাধি পান। তিনি পদুয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক (1537–1542) ছিলেন এবং পরে সম্রাট চার্লস ভি এর দরবারে ইম্পেরিয়াল চিকিত্সক হয়েছিলেন।
তিনি প্রথম শব ব্যাবচ্চেদ করেন। তিনি ১৫৩৭ সালে আর-রাজির উপর গবেষণা করেন। তিনি শারীরসংস্থানবিদ্যার জনক। তিনি ১৫৪৪ সালে আন্নেন হ্যামকে বিয়ে করেন। ১৫৬৪ সালে গ্রিসের Zacythus শহরে তিনি মারা যান।
আধুনিক শারীরস্থানিকবিদ্যার প্রবর্তক। তাঁর লেখা “Human Body” জীব বিজ্ঞানের ক্ষেত্রে এক অনবদ্য অবদান।
এটিও পড়ুন – থিওফ্রাসটাস উদ্ভিদবিজ্ঞানের জনক -Theophrastus