আর্নেস্ট রাদারফোর্ড এর সংক্ষিপ্ত জীবনী

আর্নেস্ট রাদারফোর্ড (১৮৭১ – ১৯৩৭) (Ernest Rutherford):

পরমাণুর গঠন সম্পর্কিত ‘সোলার এটম মডেল’-এর উদ্ভাবক আর্নেস্ট রাদারফোর্ডের জন্ম নিউজিল্যান্ডে। তাঁর বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষায় – কণা বিক্ষেপণ দ্বারা তিনি পরমাণুর কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অস্তিত্ব ও এর ধনাত্মক প্রকৃতি আবিষ্কার করেন। তিনি ১৯০৮ সালে তেজষ্ক্রিয়তা সম্পর্কিত গবেষণার জন্য নোবেল পুরষ্কারে ভূষিত হন। তাঁর নামানুসারে পর্যায় সারণির ১০৪তম মৌলের নামকরণ করা হয়েছে রাদারফোর্ডিয়াম (Rf) ।