উইলিয়াম সমারসেট মম (1874-1965):-
একজন ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোটোগল্পের লেখক ছিলেন। যুদ্ধের সময় এবং পরবর্তীকালে, তিনি ভারতবর্ষ ও দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণ করেন। মমের সবথেকে গুরুত্বপূর্ণ উপন্যাস হল অব হিউম্যান বন্ডেজ। দ্য রেজারস এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ইত্যাদি তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ লেখাগুলির অন্তর্ভুক্ত। বর্তমান পাঠ্যাংশটি তাঁর এই একই নামের ছোটোগল্পের সম্পাদিত রূপ।