এ আর রহমান এর জীবনী

আল্লাহ রাখা রহমান– A.R. Rahman  : এ. আর. রহমান (A.R. Rahman) ভারতীয় চলচ্চিত্রের একজন বিখ্যাত সুরকার, তিনি হিন্দি ও তামিল চলচ্চিত্রে সঙ্গীত দিয়েছেন। তার শৈশব কাল থেকে সঙ্গীত জীবন  শুরু হয় । বিগত 11 বছর বয়সে  প্রথম . আর. রহমান  সঙ্গীত সুরকার ইলাইয়ারাজার সমর্থন পেয়েছিলেন।  ১৯৯১ সালে রোজা ছবির পর তার নতুন জীবন শুরু হয়।  এ. আর. রহমান (A.R. Rahman) এর সুর করা গানগুলো বাক্সের বাইরে।  এই কারণে, তিনি অস্কার, গ্র্যামি, বাফটা এবং গোল্ডেন গ্লোব সহ অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।  রহমান প্রথম ভারতীয় যিনি ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হয়েছেন।  এর পাশাপাশি তিনি ৬টি জাতীয় পুরস্কার এবং অনেক ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।  এ. আর. রহমান (A.R. Rahman) 2000 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণে ভূষিত হন।

. আর. রহমান পারিবারিক জীবন

বিখ্যাত সঙ্গীত আর রহমানের জীবন সঙ্গিনী  সায়রা বানু; এবং তাদের  তিন সন্তান খাদিজাহ, রহিমা ও আমান কে নিয়ে সুখি দাম্পত্তি জীবন।

. আর. রহমান সংগীত শিক্ষা

রহমানের বাবা রাজগোপালা কুলাসেখরণ ছিলেন তামিল সংগীত সুরকার। মূলত পশ্চিমি সংগীতে তিনি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে মাস্টার ধনরাজ ও মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন এর কাছে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালিম শিক্ষা পান ।

. আর. রহমান পেশাজীবন

আল্লাহ রাখা রহমান তার কাজগুলো ভারতীয় সঙ্গীতের সাথে ইলেক্ট্রনিক মিউজিক এবং ওয়ার্ল্ড মিউজিক এবং পশ্চিমা অর্কেস্ট্রাল মিউজিকের সম্মিলনের জন্যে বিখ্যাত। প্লে ব্যাক বা চলচ্চিত্রে গান গেয়ে এ আর রহমান এর আত্মপ্রকাশ বম্বে (তামিল, ১৯৯৫) ছবিতে প্রকাশিত হয় । এর আগে তিনি অনেক গানে কোরাস এ কন্ঠ দিয়েছিলেন। ভারতে প্রথম বম্বে সিনেমার হাম্মা হাম্মা গান টি তে পূর্নাঙ্গ ভূমিকা পালন করেন । তার কন্ঠে প্রথম এলবাম বের হয় বন্দে মাতরম শিরোনামে সনি মিউজিক কোম্পানির পক্ষ থেকে তাকে পুরস্কীত করা হয় । এবং এলবামটি ২৮ টি দেশে একযোগে প্রকাশ করা হয় ১৫ই আগস্ট, ১৯৯৭ প্রধান্য লাভ পায়।

এ. আর. রহমান গুরুত্বপূর্ণ তথ্য:

নাম ((Name)) এ. আর. রহমান (আল্লাহ রাখা রহমান)
ইংলিশ নাম (English Name) (A.R. Rahman)
ছদ্মনাম (Nick Name) এ. এস. দিলীপ কুমার
জন্ম (Birth) ৬ জানুয়ারি, ১৯৬৭
জন্ম স্থান (Birth Place) ভারতের মাদ্রাজ
বাবার নাম (Father Name) আর কে শেখর
মায়ের নাম (Mother Name) করীমা বেগম
ভাষা
পড়াশোনা (Educatriuon) ট্রিনিটি কলেজ অব মিউজিক
কর্মজীবন (Occupations)
  • গায়ক
  • সঙ্গীত পরিচালক
  • সঙ্গীত প্রযোজক
  • আয়োজক
স্ত্রী /  স্বামী (Wife/ Husband) সায়রা বানু
সন্তান (Childrens)
ধর্ম (Religion) মুসলিম
জাতীয়তা (Nationality) ভারতীয়
মৃত্যু (Death)  এখনো জীবিত
উল্লেখযোগ্য রচনাবলি ()
উল্লেখযোগ্য পুরস্কার (Prize) দুটি oscar, একটি ‘বাফটা পুরস্কার’, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার এওয়ার্ড
জীবন কাল (Age)