কামিনী রায় এর জীবনী। Kamini Roy

কামিনী রায় (Kamini Roy) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে লিখতেন।

কামিনী রায়

১৮৬৪ খ্রিস্টাব্দের ১২ অক্টোবর বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার বাসভা গ্রামে কামিনী রায় (যশস্বিনী কবি কামিনী রায়) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ব্রাহ্মধর্মাবলম্বী চণ্ডীচরণ সেন বিচারক ও লেখক ছিলেন। কলকাতার বেথুন স্কুল থেকে তিনি এন্ট্রান্স ও এফএ পাস করেন। পরবর্তীকালে বেথুন কলেজ থেকেই ভারতের প্রথম মহিলা হিসেবে সংস্কৃত ভাষায় সম্মান-সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ‘নির্মাল্য’, ‘দীপ ও ধূপ’, ‘মাল্য ও নির্মাল্য’, ‘অশোক সংগীত’, ‘জীবনপথে’, ‘পৌরাণিকী’ প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত ‘মহাশ্বেতা’ ও ‘পাণ্ডরীক’ তাঁর দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। ‘অম্বা’ তাঁর অন্যতম নাট্যকাব্য। ‘বালিকা শিক্ষার আদর্শ’ নামক একটি প্রবন্ধ গ্রন্থও রচনা করেন। জীবনের শেষদিকে হাজারিবাগে ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ ঘটে।

এটিও পড়ুন –বলাইচাঁদ মুখোপাধ্যায় এর জীবনী, বনফুল Balai Chand Mukhopadhyay