ব্লগস্পট ব্লগের ছবিতে alt tag যুক্ত করার কৌশল

Last updated on April 24th, 2021 at 05:18 pm

ব্লগস্পট ব্লগের ছবিতে alt tag যুক্ত করার কৌশল, ব্লগের ছবিতে alt tag যুক্ত করা নিয়ম, 

ব্লগস্পট ব্লগের ছবিতে alt tag যুক্ত করার নিয়ম

  • আপনার ব্লগার একাউন্টে প্রবেশ করুন।
  • একটি পোস্ট খুলুন যেটাতে ছবি আছে।
  • একটি ছবিতে ক্লিক করুন। কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে “Properties” এ ক্লিক করুন। 

 

  • আপনি একটি বক্স দেখতে পাবেন (নিচের ছবির মত)। “title text” এর ভেতরে আপনার ছবির একটি শিরোনাম দিতে পারেন। এরপরের ধাপটি এই টিউটোরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। “alt text” এর জায়গায় alt tag টি লিখুন। সার্চ ইঞ্জিন এই লেখাটিই পড়বে।

 

অবশেষে পোস্টটি save/update/publish করুন।

HTML editor দিয়ে ব্লগের ছবিতে alt tag যুক্ত করা

১। এটি করতে, আপনাকে পোস্টের “HTML” editor খুলতে হবে। পোস্টটি খোলার পর উপরের দিকে বামে “HTML” নামে একটি ট্যাব দেখতে পাবেন। এতিতে ক্লিক করুন। তারপর, নিচের ছবিতে নীল চিহ্নিত কোডগুলোর মত কিছু কোড খুজন। প্রতিটি ছবির জন্যই এমন কোড আছে।

২।  এখন, /></a এর পূর্বে বা, width (e.g. width= “320”) code এর পরে, নিচে দেয়া কোডটি paste করুণ- <img alt=”ABC” এখানে ABC কে আপনার পছন্দের alt tag text দিয়ে স্থানান্তর করুন। 

৩। যদি আপনি আপনার ছবির শিরোনাম দিতে চান, তবে img alt tag এর পরে নিচের কোডটি paste করুন।

title=”XYZ”

Replace XYZ with your image’s title.

এখানে XYZ কে আপনার পছন্দের title দিয়ে স্থানান্তর করুন।

অবশেষে, “Preview” এ ক্লিক করুন। যদি এটি কোন সমস্যা ছাড়াই লোড নেয়, তবে save/update/publish  করুন।

কোন সমস্যা হলে নির্দ্বিধায় কমেন্ট করুন।।

Leave a Comment