গণপতি চক্রবর্তী

বাংলার লােক-ঐতিহ্যের আরেকটি দিক মন্ত্র, ম্যাজিক, যাদু, ভেলকি প্রভৃতির সহাবস্থান। বাংলা লােকসাহিত্যে মন্ত্র, যাদু, ভেলকিপ্রভৃতির উপরে আদিম সমাজেরসর্বাত্মবাদ (animism)ছাড়াও তন্ত্রশাস্ত্রও সম্ভবত প্রভাববিস্তার করে থাকবে। হিন্দুতন্ত্র পূর্বে কি বৌদ্ধতন্ত্র পূর্বে, এ নিয়ে অনেক বাদানুবাদসন্ত্বেও তন্ত্রেরব্যবহারবাংলার মাটিতে সুপরিচিতছিল।

গণপতি চক্রবর্তী ( Ganapati Chakraborty) (১৮৫৮-১৯৩৯):  ছিলেন প্রােফেসর বােসের সার্কাস দলের অন্যতম প্রধান আকর্ষণ। শৈশব থেকে গুপ্ত মন্ত্রতন্ত্র, ঝাড়ফুক, নানা রােগের অলৌকিক চিকিৎসার ব্যাপারে আগ্রহী গণপতি বাড়ি ছেড়ে বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ হন। ইলিউশন বক্সা’, “ইলিউশন ট্রি এবং ‘কংস-কারাগার ছিল তার সর্বাধিক বিখ্যাত ও চমকপ্রদ খেলাগুলির অন্যতম। তার সহধর্মিণী হিলালবালা ছিলেন তার জাদু প্রদর্শনের সতিানী। পরবর্তী সময়ে তিনি পৃথক দল গড়ে সারা ভারত জুড়ে খেলা দেখিয়ে প্রভূত সম্মান লাভ করেন। বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক গণপতি যাদুবিদ্যা নামে একটি বিখ্যাত গ্রন্থও রচনা করেন।

গণপতি চক্রবর্তী

গুরুত্বপূর্ণ তথ্য 
জন্মঃ ১৮৫৮ সালকিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যুঃ ২০ নভেম্বর ১৯৩৯ বরানগর, বেঙ্গল প্রেসিডেন্সিব্রিটিশ ভারত
সমাধিঃ
অন্যান্য নামঃ বাংলায় আধুনিক জাদুবিদ্যার
পেশাঃ বিখ্যাত জাদুকর
পিতা-
মাতাঃ