জন ডাল্টন (১৭৬৬ ১৮৪৪)ঃ John Dalton :
বৃটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন পরমাণুবাদের জনক হিসেবে পরিচিত। পরমাণুর গঠন সম্পর্কে ১৮০৩ খ্রিস্টাব্দে প্রদত্ত তাঁর যুগান্তকারী মতবাদ বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করে। তিনি গ্যাসের আংশিক চাপসূত্র, গুণানুপাত বিধি প্রভৃতির উদ্ভাবক ।