ট্রেন্ট বোল্ট এর জীবনী । Trent Boult

ট্রেন্ট আলেকজান্ডার বোল্ট (Trent Alexander Boult) নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। রোতোরুয়া এলাকায় জন্মগ্রহণকারী বোল্ট বামহাতি মিডিয়াম ফাস্ট ও ডানহাতি ব্যাটসম্যান। ২০০৭ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের অন্যতম সদস্য ছিলেন বোল্ট।২০০৭ সালে  ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৮ রান করে ২ উইকেট সহ সাত রান করেন। তারপর তিনি ফেব্রুয়ারি, ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন।

ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ট্রেন্ট আলেকজান্ডার বোল্ট
জন্ম ২২ জুলাই ১৯৮৯ (বয়স ৩২)
রোতোরুয়ানিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরন ডানহাতি ব্যাট
বোলিংয়ের ধরন বামহাতি মিডিয়াম ফাস্ট
ভূমিকা বোলার
সম্পর্ক জেজে বোল্ট (ভাই)

১৯ বছর বয়সে ২০০৮ সালে নিউজিল্যান্ডের দলের হয়ে ভারতীয়  দলের বিরুদ্ধে চেন্নাই -তে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। তিনি নর্দার্ন ডিস্ট্রিক্ট এর হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন। ২০০৯ সালে নর্দার্ন ডিস্ট্রিক্ট এর হয়ে টি২০ ক্রিকেটে অভিষেক করেন। ২০১১ সালে হোবার্ট-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। হোবার্টে অনুষ্ঠিত দ্বিতীয় ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় তার দল ৭ রান  করে বিজয়ি হয় যা ১৯৮৫ সালের পরে অস্ট্রেলিয়ায় প্রথম এবং ১৯৯৩ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম খেলায় তিনি চার উইকেট লাভ করেন। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দশম উইকেট জুটিতে ক্রিস মার্টিনের সাথে  ২১ রান সংগ্রহ করেন।  ২০১২ সালে বাসেতের-এ ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে একদিবসীয় ক্রিকেটে অভিষেক করেন । ২০১৩ সালে অকল্যান্ড-এ ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক করেন। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য বোল্ট-সহ ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। বোল্টের নিজস্ব সেরা ও (৫/২৭) অসামান্য বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়া দল মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়।খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।