ড. কুদরত-ই-খুদা এর সংক্ষিপ্ত জীবনী

ড. কুদরত-ই-খুদা (১৯০০- ১৯৭৭) Dr. Kudrat-E-Khuda (1900-1977)ঃ

এদেশের ফলিত রসায়নবিদ্যার পুরোধা ড. কুদরত-ই-খুদা ১৯০০ সালে বীরভূম জেলায় জন্ম গ্রহণ করেণ। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এম.এস-সি পাশ করার পর তিনি ১৯২৯ সালে লন্ডন থেকে ডি.এসসি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৩১ সালে প্রেসিডেন্সি কলেজের রসায়নের অধ্যাপক ও পরে ১৯৪২ সালে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। দেশ বিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন এবং তদানীন্তন পূর্বপাকিস্তানের ডি.পি.আই পদ গ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি পাকিস্তানের কেন্দ্রিয় সরকারের বিজ্ঞান উপদেষ্টা নিযুক্ত হন। পরে তিনি আবার গবেষণার কাজে ফিরে আসেন।

১৯৫৫ সালে তিনি পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (CSIR) এ পূর্ব পাকিস্তান শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগ দেন। এখানেই তিনি পাটকাঠি থেকে মন্ড ও পাট থেকে বিভিন্ন দ্রব্য তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি তুলসী, বিষকাটালী ও গুলঞ্চ থেকে বিভিন্ন প্রয়োজনীয় জৈব পদার্থ নিষ্কাশনের পদ্ধতিও আবিষ্কার করেন। অবসর জীবনে তিনি মাতৃভাষায় রসায়নের উপর দুটি পুস্তক রচনা করেন। এ দুটো পুস্তকই রসায়ন বিষয়ে বাংলা ভাষায় রচিত প্রথম পুস্তক। ফলিত রসায়ন বিদ্যার এ মহান বিজ্ঞানী ১৯৭৭ সালে ইন্তেকাল করেন