দিমিত্রি মেন্ডেলিফ (১৮৩৪-১৯০৭) Dmitri Ivanovich Mendeleeff ( 1834-1907)ঃ
রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ পিটার্সবার্গ (লেনিনগ্রাড) বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। ১৮৬৯ সালে তিনি পর্যায় সূত্র উপস্থাপন করেন এবং তারই ভিত্তিতে মৌলসমূহকে সজ্জিত করে ‘পর্যায় সারণি’ প্রণয়ন করেন। তাঁর এ যুগান্তকারী আবিষ্কারের ফলে মৌলসমূহের রসায়ন পাঠ অনেক সহজ হয়েছে। মেন্ডেলিফ যে পর্যায় সারণি গঠন করেন তাতে অনেক মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছিলেন যা পরবর্তীকালে সঠিক ও নির্ভুল প্রমাণিত হয়। দিমিত্রি মেন্ডেলিফকে সম্মান দেখানোর জন্য তাঁর নামে পর্যায় সারণির ১০১তম মৌলের নামকরণ করা হয়েছে মেন্ডেলিভিয়াম (Md)।