দেবেন্দ্রমােহন বসু (১৮৮৫-১৯৭৫): দেবেন্দ্রমােহন বসু পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরজগদীশচন্দ্রের প্রেরণায় উচ্চশিক্ষার্থে ইয়ােরােপ যান। কেমব্রিজের ক্রাইস্টচার্চ কলেজে গবেষণার পর রয়্যাল কলেজ অফ সায়েন্স থেকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের বি এসসি ডিগ্রিতে সম্মানিত হন ১৯১২ সালে। ১৯১৯ সালে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে বােস-স্টেলার থিওরির অন্যতম আবিষ্কতা হিসেবে পি এইচ ডি।
সি ভি রমনের মৃত্যুর পর পালিত অধ্যাপক পদে তিনি উন্নীত হন এবং আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর পর সরকারি চাকরি ছেড়ে বসু বিজ্ঞান মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ ছাড়াও দেশবিদেশের বহু বিজ্ঞান সমাবেশে প্রতিনিধি হিসেবে যােগ দিয়েছেন।
ভারতবর্ষে উইলসন-সােলার ক্লাউড গবেষণার পথিকৃৎ। চৌম্বকক্ষেত্রের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক মানের গবেষণা এবং
জগদীশচন্দ্রের কিছু অসমাপ্ত গবেষণায় পূর্ণতাদানের ব্রতে আমৃত্যু নিমগ্ন ছিলেন এই সারস্বত সাধক।
রুত্বপূর্ণ তথ্য
জন্মঃ ২৬ নভেম্বর ১৮৮৫
মৃত্যুঃ 2 জুন ১৯৭৫
বয়স-
সমাধিঃ
অন্যান্য নামঃ
পেশাঃ শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক
পিতা-
মাতাঃ
স্ত্রী/স্বামী-
উল্লেখযোগ্য পুরস্কারঃ