ধনঞ্জয় ভট্টাচার্য এর জীবনী Dhananjay Bhattacharya

ধনঞ্জয় ভট্টাচার্য (১০ সেপ্টেম্বর, ১৯২২ – ২৭ ডিসেম্বর, ১৯৯২)  বাংলা গানের জগতে এক যুগের ধারক কণ্ঠ শিল্পী ছিলেন। সঙ্গীতকার ও সঙ্গীত নির্দেশক  হিসাবেও তাঁর খ্যাতি ছিল। শ্যামা সঙ্গীতে এক অসাধারণ কণ্ঠ শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ধনঞ্জয় ভট্টাচার্য আধুনিক বাংলা গান এবং শ্যামা সংগীত ছাড়াও শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত, কীর্তন, ভজন, নজরুলগীতি, রামপ্রসাদী এবং বাউল গানেও অনায়াস পদচারণা করেছেন। গীতিকার হিসেবেও শ্ৰী পার্থ এবং শ্ৰী আনন্দছরনামে প্রায় ৪০০-র মতাে গান লিখেছিলেন। তার কণ্ঠে ‘যদি ভুলে যাও মােরে, “রিমঝিম একী গােবরযা’, “মাটিতে জন্ম নিলাম, “এই ঝির ঝির ঝির বাতাসে’, ‘ঝনন কন’ প্রভৃতি গান বাংলা গানের ভুবনে চিরস্থায়ী সম্পদ।

ধনঞ্জয় ভট্টাচার্য

গুরুত্বপূর্ণ তথ্য

জন্মঃ ১০ সেপ্টেম্বর, ১৯২২

মৃত্যুঃ ২৭ ডিসেম্বর, ১৯৯২

জন্ম স্থান – পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালির বারেন্দ্র পাড়ায়

ছদ্মনামেঃ “শ্রীপার্থ” ও “শ্রীআনন্দ”