নীল্স্ বোর (১৮৮৫ – ১৯৬২) Neils Bohr (1885 – 1962)ঃ
ড্যানিশ বিজ্ঞানী নীল্স্ বোর রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিসমূহ সংশোধন করে ১৯১৩ সালে মাত্র ২৮ বছর বয়সে কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে পরমাণুর গঠন সম্পর্কে বিখ্যাত ‘বোর পরমাণু মডেল’ উপস্থাপন করেন। ১৯২২ সালে তিনি নোবেল পুরষ্কারে ভূষিত হন। বোর পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালীর সঠিক ব্যাখ্যা দেয়া সম্ভব হয়েছে। এর সাহায্যে মোলের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বোর এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য ১০৭তম মৌলের নামকরণ করা হয়েছে বোহরিয়াম (Bh)।