পঙ্কজ রায়

পঙ্কজ রায় ছিলেন প্রখ্যাত বাঙালি ডানহাতি ব্যাটসম্যান। তিনি দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৬ ৪৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আসেন। সে খেলায় উত্তরপ্রদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান করে ক্রিকেটে তার স্থায়ী আসন করে নেন। রনজি ট্রফির ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে শতরান করার গৌরব তার প্রাপ্য।তিনি ২১টি শতরান করেন। দু-বার একই খেলার দু-ইনিংসে শতরান করেন। রনজিতে দুবার এক মরশুমে ছশাের বেশি রান করেন। ১৯৬২-৬৩ সালে গিলক্রিস্টের ভয়াবহ বােলিংয়ের বিরুদ্ধে দুই ইনিংসে দুটি-শতরান তার খেলােয়াড় জীবনের অন্যতম সেরা কৃতিত্ব।

পঙ্কজ রায়

১৯৫১-৫২ সালে তিনি প্রথম টেস্ট খেলার সুযােগ লাভ করেন। জীবনের দ্বিতীয় টেস্টেতিনি শতরান করেন। পঞ্চম টেস্টে তাঁর শতরানের সুবাদে ভারত প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে। ১৯৫৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে নিজের যােগ্যতার প্রমাণ দেন। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মানকড়-রায়ের প্রথম উইকেট জুটির ৪১৩ রান স্মরণীয় হয়ে আছে। এক্ষেত্রে তার ব্যক্তিগত অবদান ১৭৩ রান। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য সব দেশের বিরুদ্ধেভারতের প্রথম জয়ের কৃতিতে তার অংশ ছিল। ১৯৫৯ সালে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে জয়ী ভারতীয় দলেরও তিনি সদস্য ছিলেন। মােট ৪৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ১৯৫৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ করেন পঙ্কজ রায়।

গুরুত্বপূর্ণ তথ্য 
জন্মঃ জন্ম: ৩১ মে, ১৯২৮
মৃত্যুঃ মৃত্যু: ৪ ফেব্রুয়ারি, ২০০১
সমাধিঃ
অন্যান্য নামঃ  ক্রিকেটার
পেশাঃ
পিতা-

মাতাঃ