প্রতুলচন্দ্র সরকারের (পি সি সরকার – P. C. Sorcar) পিতা ভগবানচন্দ্র এবং ঠাকুরদা দ্বারকানাথদেব ম্যাজিক জানতেন। তিনি খ্যাতিসম্পন্ন জাদুকরগুরুগণপতিবতীরাছে শিক্ষালাভ করেতীব্রঅধ্যবসায়ের মাধ্যমে নিজেকে অসামান্য করে তুলেছিলেন। ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের টাঙ্গাইল জেলার অশােকপুর গ্রামে তার জন্ম। তিনি শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং পরে টাঙ্গাইলের সা’দত কলেজ থেকে গণিতে অনার্স-সহ বিএ পাস করেন। ১৯৩৩ সালে জাদু প্রদর্শনকে তিনি পেশা হিসেবে গ্রহণ করার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কলকাতা, জাপান-সহ প্রায় ৭০টি দেশে জাদু প্রদর্শন করে প্রভূত সুনাম অর্জন, বহু পুরস্কার এবং শ্রেষ্ঠ জাদুকরের স্বীকৃতি লাভ করেন। ১৯৩৪ সালে লন্ডন বিবিসি টিভিতে জাদু প্রদর্শন করেন। ১৯৬২ সালে মস্কো ভ্রমণ করেন এবং লেনিনগ্রাদে জাদু দেখান। ১৯৭১ সালের ৬ জানুয়ারি জাপানের আশাইকাওয়ায় তিনি পরলােকগমন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৬টি। তিনি ১৯৪৬ ও ১৯৫৪ সালে জাদুর অস্কার নামে পরিচিত দ্য ফিনিক্স (আমেরিকা) পুরস্কার লাভ করেন, জার্মান ম্যাজিক সার্কেল থেকে ‘দ্য রয়াল মেডিলিয়ন পুরস্কার পান এবং ১৯৬৪ সালে ভারত সরকার তাকে’পদ্মশ্রী’সম্মানে ভূষিতকরে। এছাড়াও ভারত সরকার জাদুসম্রাট পি সি সরকার নামে কলকাতাতে একটি সড়কের নামকরণ করেছেন। গত ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি ভারত সরকার তার প্রতি সম্মান জানিয়ে একটি ৫ টাকার ডাকটিকিট চালু করে। তার পুত্র পি সি সরকার জুনিয়র এখন বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী।
গুরুত্বপূর্ণ তথ্য
জন্মঃ ২৩ ফেব্রুয়ারি ১৯১৩
মৃত্যুঃ ৬ জানুয়ারি ১৯৭১ আশাইকাওয়া, হোক্কাইডো, জাপা
বয়স – (বয়স ৫৭)
সমাধিঃ
অন্যান্য নামঃ
পেশাঃ ক্রিকেটার
পিতা-
মাতাঃ
দাম্পত্য সঙ্গীঃ বাসন্তী দেবী