প্রফেসর মফিজউদ্দিন আহমেদ (১৯২১-১৯৯৭) Prof. Mofizuddin Ahmed (1921-1997)ঃ
প্রফেসর মফিজউদ্দিন আহমেদ ১৯২১ সালে টাঙ্গাইলে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪২ সালে রসায়ন শাস্ত্রে বি.এস-সি সম্মান এবং ১৯৪৪ সালে এম. এস-সি ডিগ্রী লাভ করেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে পি.এইচ-ডি ডিগ্রী লাভের পর একই সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। প্রফেসর আহমেদ বর্নাঢ্য কর্মময় জীবনে শিক্ষকতার পাশাপাশি জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করে গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে তিনি দ্বায়িত্ব পালন করেন। এ মহান শিক্ষাবিদ ১৯৯৭ সালে ইন্তেকাল করেন।
আরও দু’জন বিখ্যাত রসায়নবিদ হলেন প্রফেসর নওয়াব আলী এবং প্রফেসর ফজলুল হালিম চৌধুরী। প্রফেসর আলী জীবনের শেষ দিনটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন। প্রফেসর চৌধুরী ছিলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রধান। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইন চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।