প্রফেসর মোকারম হোসেন খুন্দকার Prof. Mokaram Hossain Khundkar :
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী আই.আই.টির প্রতিষ্ঠাতা ড. জ্ঞানচন্দ্র ঘোষ এবং ইংরেজ রসায়নবিদ জে. জারনিক এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা বিভাগের প্রধান হিসেবে প্রথম ব্যক্তিই ছিলেন প্রফেসর মোকারম হোসেন খুন্দকার। ১৯৬৭ সালে তদানীন্তন পাকিস্তানের সর্বশেষ্ঠ বিজ্ঞানী খেতাবে ভূষিত প্রফেসর খুন্দকার রসায়নবিদ্যার গবেষণায় ব্যাপক অবদান রেখে গেছেন। এরই স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভবনরাজির নামকরণ করা হয়েছে ‘মোকারম হোসেন খুন্দকার ভবন’। এ প্রথিতযশা রসায়নবিদ ১৯৭২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।