প্রবীর সেন পঙ্কজ রায়ের পর টেস্ট খেলার আসরে কিছুদিনের জন্য স্থান করে নিয়েছিলেন। বাংলা দলের হয়ে প্রবীর সেন ১৯৪৩-৪৪ সালে প্রথম শ্রেণির খেলা শুরু করেন। ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক প্রবীর সেন বিহার দলের বিরুদ্ধে তার সর্বোচ্চ রান করেন। ১৯৫২-৫৩ সালে বাংলা দলের অধিনায়ক হিসেবে রনজির ফাইনালে হােলকার দলের বিরুদ্ধে অসাধারণভাবে খেলা পরিচালনা করেন। মােট ১৪টি টেস্ট খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি, ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি এবং পাকিস্তানের বিরুদ্ধে দুটি। এছাড়া তিনি ১১ জনকে স্টাম্প আউট করেন। ডন ব্র্যাডমানের মতাে কালজয়ী ক্রিকেটারও উইকেটরক্ষক প্রবীর সেনের প্রশংসা করেন।
গুরুত্বপূর্ণ তথ্য
জন্মঃ৩১ মে ১৯২৬ , ব্রাহ্মণবাড়িয়া (তৎকালীন কুমিল্লা)
মৃত্যুঃ মৃত্যু: মৃত্যু ২৭ জানুয়ারী ১৯৭০ কলকাতা)
সমাধিঃ
অন্যান্য নামঃ খোকন সেন [ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। ডানহাতি মিডিয়াম বোলার হিসেবেও সুনাম ছিল তার।]
পেশাঃ ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন
পিতা-
মাতাঃ