প্রবোধকুমার সান্যাল এর জীবনী । Prabodh Kumar Sanyal

প্রবোধকুমার সান্যাল (Prabodh Kumar Sanyal) (৭ জুলাই, ১৯০৫ – ১৭ এপ্রিল, ১৯৮৩) একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও পরিব্রাজক। কল্লোল যুগের লেখক গোষ্ঠীর জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি খুবই জনপ্রিয় সাহিত্যিক ছিলেন।

প্রবোধকুমার সান্যাল

বাংলা সাহিত্যের জগতে বিশিষ্ট ঔপন্যাসিক এবং ভ্রমণকাহিনি রচয়িতা হলেন প্রবোধকুমার সান্যাল। তিনি ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। কল্লোল পত্রিকার অন্যতম লেখক ছিলেন তিনি। তাঁর প্রথম উপন্যাস ‘যাযাবর’।

‘মহাপ্রস্থানের পথে’ নামক বিখ্যাত ভ্রমণকাহিনি লিখে প্রবোধকুমার সান্যাল বাংলা সাহিত্যে বিশেষ পরিচিতি লাভ করেন। এই গ্রন্থেই ভ্রমণ এবং উপন্যাসের একটি মিশ্ররূপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তীকালে জনপ্রিয় হয়ে ওঠে। ‘চেনা ও জানা’, ‘নিশিপদ্ম’, ‘তুচ্ছ’ প্রভৃতি ছোটোগল্প সংকলন এবং ‘প্রিয় বান্ধবী’, ‘নদ ও নদী’, ‘বনহংসী’ প্রভৃতি উপন্যাস তাঁর বিপুল সৃষ্টিসম্ভারের মধ্যে উল্লেখযোগ্য। তাঁর আত্ম-জীবনীর নাম ‘বনস্পতির বৈঠক’। দীর্ঘ জীবনপথ পরিক্রমা শেষে ১৯৮৩ খ্রিস্টাব্দে প্রবোধকুমার সান্যাল পরলোক গমন করেন।

প্রবোধকুমার সান্যাল এর মৃত্যুঃ

১৭ এপ্রিল, ১৯৮৩ সালে মারা যান প্রবোধকুমার সান্যাল।