প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra)( জন্ম:৪ সেপ্টেম্বর,১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু।
প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra) এর সংক্ষিপ্ত জীবনী
রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি গল্পকার প্রেমেন্দ্র মিত্র। শিশুকিশোরদের জন্য তাঁর জনপ্রিয় সৃষ্টি ‘ঘনাদা’। এ ছাড়া বিজ্ঞানভিত্তিক কাহিনি, রোমাণকর কাহিনি, গোয়েন্দা গল্প – এ জাতীয় রচনায় তিনি পারদর্শী ছিলেন। কল্লোল পত্রিকার অন্যতম কবি প্রেমেন্দ্র মিত্র। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ— সাগর থেকে ফেরা, হরিণ-চিতা-চিল। এ ছাড়াও তিনি প্রচুর সার্থক ছোটোগল্প লিখেছেন
প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra) এর গুরুত্বপূর্ণ তথ্য
জন্ম | ৪ সেপ্টেম্বর ১৯০৪
বারাণসী, উত্তর প্রদেশ, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ০৩ মে ১৯৮৮
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় (১৯০৪-১৯৪৭) ভারতীয় (১৯৪৭-১৯৮৮) |
পরিচিতির কারণ | কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক |
দাম্পত্য সঙ্গী | বীণা মিত্র |
পিতা-মাতা | জ্ঞানেন্দ্রনাথ মিত্র সুহাসিনী দেবী |
পুরস্কার | রবীন্দ্র পুরস্কার আকাদেমি পুরস্কার পদ্মশ্রী দেশিকোত্তম |
এটিও পড়ুন –রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী – Rabindranath Tagore