বিভূতিভূষণের জন্মস্থান চব্বিশ পরগনার বনগ্রাম। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য বই— পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল। কিশোরদের জন্য তিনি লিখেছেন কিন্নরদল, চাদের পাহাড়। মৃত্যুর পর ইছমতী উপন্যাসের জন্য তিনি ‘রবীন্দ্র পুরস্কার’ (১৯৫১) লাভ করেন।
