ব্যাক্তিগত/সল্প খরচে বা ফ্রিতে ব্লগ খুলার জন্য সবার প্রথম পছন্দ গুগলের ব্লগার বা ব্লগস্পট সাইট। ওয়ার্ডপ্রেসের মত ব্যবহারকারীর নিবন্ধন রেজিস্টেশন ব্যবস্থা না থাকলেও আমার জানা মতে ১০০ জন পর্যন্ত লেখক যোগ করতে পারেন এডমিন। এছাড়া গুগলের দ্রুততম সার্ভার হওয়ায় লোডিং টাইম কমে আসে অনেকাংশে। কিন্তু ব্লগারের ডিফল্ট থিম গুলো দেখতে তুলনামূলক ভাবে ওয়ার্ডপ্রেসের তুলনায় কম সুন্দর হওয়ায় বেশিরভাগ ব্যবহারকারী কাস্টম থিম ব্যবহার করতে চান। তাই কিভাবে ব্লগারে কাস্টম থিম ইনস্টল করবেন তা ছবি সহ বর্ণনা করলাম। এটিও পড়ুন – 2020 সেরা ব্লগস্পট ব্লগ ব্লগার থিম

থিম ইন্সটল করতে যা যা করতে হবে-
- প্রথমে আপনি Blogspot এ আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- এরপর আপনার ব্লগটি নির্বাচন করুন।
- এরপর ডাউনলোড করা থিমটি জিপ বা ররার ফাইল আকারে থাকলে তা এক্সট্রাকট করে. xml ফাইলটি আলাদা করুন।
- এবার ব্লগার ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এরপর Theme এ ক্লিক করুন।
- এবার উপরের ছবির মত পেজের ডানদিকেরর টপ কর্ণারের ‘Backup/Restore’ বাটনে ক্লিক করুন (3)।একটি পপ-আপ উইন্ডো আসবে,সেখানে ‘Chose File’ বাটনে ক্লিক করে .xml এক্সটেনশন যুক্ত ফাইলটি সিলেক্ট করুন(4)।
- এরপর ‘Upload’ বাটনে ক্লিক করুন। থিমটি ত্রুটিমুক্ত হলে সফলভাবে ইনস্টল হবে।
কোন সমস্যা হলে কমেন্ট করুন কিংবা ফেসবুক পেজে কমেন্ট করুন।