মাইকেল ফ্যারাডে এর সংক্ষিপ্ত জীবনী

মাইকেল ফ্যারাডে ( ১৭৯১ – ১৮৬৭) Michael Faraday :

ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ছিলেন এক দরিদ্র কামার পরিবারের ছেলে। বই বাঁধানোর কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে তিনি লেখাপড়ার খরচ চালান। মাত্র ত্রিশ বছর বয়সে ১৮২১ সালে তড়িৎ চুম্বকীয় গবেষণার জন্যে তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ১৮২৪ সালে তিনি লন্ডনের রয়াল ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের সূত্র তাঁকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দিয়েছে।