প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন।
মান্না দে এর জীবনী
মান্না দে-র প্রকৃত নাম ছিল প্রবােধচন্দ্র দে। শৈশবে কাকা সংগীতাচার্য কুয়চন্দ্র দে-র কাছে এবং পত্রে ওস্তাদ দবীর খাঁ-র কাছে তিনিশাস্ত্রীয় সংগীতের তামিল প্রাপ্তহন। তাঁর অন্যান্য গুরুদেৱমধ্যে ছিলেন ওস্তাদ আমন আলি খান, ওস্তাদ আবদুলরহমান খান। ১৯৪২ সালে তামান্না ছবিতে সুরাইয়ার সঙ্গে গাওয়া জাগাে, আয়ি উষা’ গানটির মধ্যে দিয়েষ্ঠার নেপথ্য শিল্পী হিসেবে আহপ্রকাশ ঘটে। সর্বমোট প্রায় ১২৫০ টি বাংলা গান তিনি গেয়েছেন। এর মধ্যে ৬১১টি চলচ্চিত্রে এবং ৩৫৬টি আধুনিক গান তার গাওয়া।এছাড়া ৪৬টি রবীন্দ্র সংগীত, ৮৪টি শ্যামা সংগীত, ৩টি দ্বিজেন্দ্রগীতিসহ আরাে কত ধরনের গান যে তিনি গেয়েছেন তার ইয়ত্তা নেই। বাংলা ও হিন্দি ছাড়া ভােজপুরী, মৈথিলি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া, গুজরাতি, মারাঠি, নেপালি,কড় এবং মালায়লম ভাষাতে তিনি গান গেয়েছেন। লালনফকির, বৈকু্ঠের উইল’, ‘গণদেবতা”, দেবদাস’, ভােলা ময়রা’, “সন্ন্যাসী রাজা’, “ফুলেশ্বরী”, ‘বনপলাশীর পদাবলী’, ‘বসন্ত বিলাপ’, ম্জিনা-আবদগ্লা”, “মৌচাক’, “ছবেশী”, এন্টনী ফিরিঙ্গী প্রভৃতি ছবিতে গাওয়া তার বিভিন্ন গান বাঙালির চিরস্থায়ী সম্পদ। ওই মহাসিন্ধুর ওপার হতে, “দীপ ছিল শিখা ছিল’, ‘চারদেয়ালের মধ্যে নানান দুশ্যকে, “কাহারবা নয় দাদরা বাজাও’, কফিহাউসের সেই আড্ডাটা’, ‘সব খেলার সেরা, যদিকাগজে লেখাে নাম, “রিমঝিম ঝিম বৃষ্টি, হাজার টাকারঝাড়বাতিটা’, ‘আমি যে জলসাঘরে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না’রমতাে গান বাঙালির সম্পদ।তার মতাে এমন বহু্ষেত্রে বিচরণকারী কণ্ঠশিল্পী সমগ্র ভারতীয় প্রেক্ষাপটে বিরল।সংগীতশিয়পে অবদানের জন্য ভারত সরকার বিভিন্ন সময়ে তাকে পদ্মশ্রী(১৯৭১), পদ্মভূষণ’ (২০০৫) এবং ‘দাদাসাহেব ফালকে (২০০৭) পুরস্কারে ভূষিত করেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন।
এটিও পড়ুন – শ্যামল মিত্র এর জীবনী – Shyamal Mitra
জনপ্রিয় গানসমূহ
- কফি হাউজের সেই আড্ডাটা
- আবার হবে তো দেখা
- এই কূলে আমি, আর ওই কূলে তুমি
- তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
- যদি কাগজে লেখো নাম
- সে আমার ছোট বোন
- জিন্দেগী এয়সি এক পহেলি হ্যয়..
গুরুত্বপূর্ণ তথ্য
জন্ম নাম | প্রবোধ চন্দ্র দে |
---|---|
জন্ম | ১ মে ১৯১৯ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
মৃত্যু | ২৪ অক্টোবর ২০১৩ (বয়স ৯৪) বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত |
ধরন | নেপথ্য কণ্ঠশিল্পী |
পেশা | গায়ক |
কার্যকাল | ১৯৪২– ২০১৩ |
এটিও পড়ুন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জীবনী – Ishwar Chandra Vidyasagar