মৃদুল দাশগুপ্ত এর জীবনী। Mridul Dasgupta

মৃদুল দাশগুপ্ত (Mridul Dasgupta) (জন্মঃ ৩ এপ্রিল ১৯৫৫) একজন বাঙালি কবি ও সাংবাদিক। তিনি ২০০০ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পান ও ২০১২ সালে সোনার বুদ্বুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন

মৃদুল দাশগুপ্ত এর জীবনী

মৃদুল দাশগুপ্ত বর্তমান সময়ের জনপ্রিয় লেখক, কবি ও সাংবাদিক। ১৯৫৫ খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে তাঁর জন্ম হয়। গ্রামের স্কুলের পাঠ শেষ করে তিনি ভরতি হন উত্তরপাড়া কলেজে। এই কলেজ থেকেই তিনি জীববিজ্ঞানে অনার্স-সহ স্নাতক হন। কবির প্রথম কাব্যগ্রন্থ—‘জলপাই কাঠের এসরাজ’। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল—‘এভাবে কাঁদে না’, ‘গোপনে হিংসার বলি’, ‘সূর্যাস্তে নির্মিত গ্রহ’ ইত্যাদি। তাঁর ছোটোদের জন্য লেখা ছড়ার বইগুলি হল—‘ঝিকিমিকি ঝিরিঝিরি’, ‘ছড়া ৫০’, ‘আমপাতা জামপাতা’। কবির একটি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হল—’কবিতা সহায়ক’।

মৃদুল দাশগুপ্ত গ্রন্থ

  • জলপাই কাঠের এসরাজ
  • এ ভাবে কাঁদে না
  • গোপনে হিংসার কথা বলি
  • সূর্যাস্তে নির্মিত গৃহ
  • সোনার বুদ্বুদ
  • ধান খেত থেকে
  • সাতপাঁচ
  • কবিতা সহায়
  • ঝিকিমিকি ঝিরিঝিরি
  • ছড়া পঞ্চাশ
  • আমপাতা জামপাতা
  • রঙিন ছড়া

এটিও পড়ুন –মাইকেল মধুসূদন দত্ত এর জীবনী | Michael Madhusudan Dutt