মেরি অ্যান ল্যাম্ব এর সংক্ষিপ্ত জীবনী (Brief biography of Mary Ann Lamb)

মেরি অ্যান ল্যাম্ব (1764-1847):-

মেরি অ্যান ল্যাম্ব ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি ও লেখিকা। তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে Tales from Shakespeare সংকলনের জন্য বর্তমানে তিনি সর্বাধিক পরিচিত। তিনি ও তাঁর ভাই লন্ডনে একটি সাহিত্যানুরাগী পরিষদে সভাপতিত্ব করেছিলেন যার অন্তর্ভুক্ত ছিলেন ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ-এর মতো কবি।