রবার্ট বয়েল এর সংক্ষিপ্ত জীবনী(Short biography of Robert Boyle)

রবার্ট বয়েল ( ১৬২৭ – ১৬৯১) Robert Boyle (1627-1691) :-

আধুনিক রসায়নের স্থপতি ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট বয়েল রসায়ন বিদ্যার বিভিন্ন মৌলিক বিষয়ের প্রবর্তক ও উদ্ভাবক। তিনিই প্রথম মৌলিক পদার্থের ধারণা প্রদান করেন। যৌগিক পদার্থ এবং মিশ্রণের মধ্যে পার্থক্যও দেখান তিনি। তাঁর একটি অত্যন্ত যুগান্ত সৃষ্টিকারী উদ্ভাবনী হলো গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্র। এ সূত্রটিতে তিনি গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব বর্ণনা করেন। এ সূত্রই গ্যাসের আদর্শ আচরণের নিৰ্ণায়ক।