রবার্ট ব্রুস ( Robert Bruce) (11 জুলাই 1274 – 7 জুন 1329), স্কটল্যান্ডের ( Scotland ) রাজা। তিনি রোবট দ্যা ব্রুস ( Robert the Bruce ) নামে বেশি জনপ্রিয়। তিনি ১১ জুলাই ১২৭৪ সালে জন্মগ্রহণ করেন।
তিনি তার তার প্রজন্মের অন্যতম বিখ্যাত যোদ্ধা ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কটিশ স্বাধীনতার প্রথম যুদ্ধের সময় স্কটল্যান্ড রাজ্যের নেতৃত্ব দেন। তিনি তার শাসনামলে একটি স্বাধীন দেশ হিসেবে স্কটল্যান্ডের স্থান পুনরুদ্ধারের জন্য সফলভাবে যুদ্ধ করেছিলেন এবং এখন স্কটল্যান্ডে একজন জাতীয় বীর হিসেবে সম্মানিত।
1 thought on “রবার্ট ব্রুস এর জীবনী Robert the Bruce”
Comments are closed.