রসিকলাল দত্ত (জন্ম ১৮৪৪) : কলকাতা মেডিক্যাল কলেজের এই কৃতি ছাত্র ডিপ্লোমা লাভ করার পর এম ডি-র শেষ পরীক্ষা দেওয়ার আগেই হাওড়ায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। কুলি জাহাজের চিকিৎসকের কাজ নিয়ে পাড়ি দেন সদর ত্রিনিদাদে। তারপর বিলেতের এবার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে এম বি ডিগ্রি নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসে যােগ দেন। ডাক্তারি পেশায় ঈর্ষণীয় সাফল্যের পাশাপাশি অতন্দ্র ছিলেন মৌলিক গবেষণার কাজে। ক্লোরােপিক্রিন নামক একটি যৌগ প্রস্তুত করার এক নতুন প্রক্রিয়া তিনি উদ্ভাবন করেন। রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে প্রথম ডি এসসি (Doctor of Sciences) উপাধি প্রদান করেন। কেশবচন্দ্র সেনের অনুগামী এই চিকিৎসা বিজ্ঞানী নববিধান ব্রাহ্ম সমাজের সদস্য এবং সুবর্ণবণিক সম্প্রদায়ের সামাজিক দাবিসমূহের অন্যতম প্রধান নেতা ছিলেন। কর্মদক্ষতার জন্য ব্রিটিশ সরকার তাঁকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করেন।
গুরুত্বপূর্ণ তথ্য
জন্মঃ ১৮৪৪
মৃত্যুঃ ৪ এপ্রিল ১৯২৪
সমাধিঃ
অন্যান্য নামঃ
পেশাঃ ক্রিকেটার
পিতা-
মাতাঃ