আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক
শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালে, বাংলাদেশের চাঁদপুরে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এ ছাড়াও লিখেছেন নিহিত পাতালের ছায়া, বাবরের প্রার্থনার মতো কবিতার বই। শিশু কিশোরদের জন্য রচনা করেছেন ছোট্ট একটা ইস্কুল, অল্পবয়স কল্পবয়স, শব্দ নিয়ে খেলা। শঙ্খবাবুর লেখা বিখ্যাত প্রবন্ধের বই—কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, ছন্দোময় জীবন।