শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী | Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম: ২ নভেম্বর ১৯৩৫) একজন ভারতীয়  বাঙালি  সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী

অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ১৯৩৫ খ্রিস্টাব্দে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম হয়। কলকাতার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। স্কুল শিক্ষকতা দিয়ে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। পরে আনন্দবাজার পত্রিকা-র সঙ্গে যুক্ত হন। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বিদ্যাসাগর পুরস্কার’ লাভ করেন। এ ছাড়াও তিনি ‘আনন্দ পুরস্কার’, ‘সাহিত্য-আকাদেমি পুরস্কার’-ও পেয়েছেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হল—‘ঘুণপোকা’ ‘দূরবীন’, ‘পার্থিব’, ‘কীট’, ‘ঈগলের চোখ’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ প্রভৃতি। লেখক এখনও তাঁর সৃষ্টিকর্মে সমানভাবে ব্যাপৃত রয়েছেন।

পুরস্কার