শৈলেন ঘোষ (৮ ডিসেম্বর, ১৯২৮ ― ১৪ আগস্ট, ২০১৬) একজন বাঙালি শিশুসাহিত্যিক ও নাট্যকার।
শৈলেন ঘোষের জন্ম ১৯২৮ সালে। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত শিশুসাহিত্যিক। ছোটোদের পত্রিকা মাস পয়লা-য় তাঁর প্রথম কবিতা লেখার সূত্রপাত। তাঁর ‘অরুণ বরুণ কিরণমালা’ নাটকটি ‘সংগীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করে। শৈলেন ঘোষের লেখা উপন্যাস ‘মিতুল নামে পুতুলটি’ জাতীয় পুরস্কারে সম্মানিত। তাঁর কিছু উল্লেখযোগ্য গল্প সংকলন— াসি ঝলমল মজা, স্বপ্ন দেখি রূপকথায়, ভালোবাসি পশুপাখি ইত্যাদি।