শ্যামসুন্দর মিত্র (Shyam Mitra) ডানহাতি ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার হিসেবে বাংলার ক্রিকেটে আবির্ভূত হন। ১৯৫৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলার প্রথম শ্রেণির ঘরােয়া ক্রিকেটে মােট ৫৯ ম্যাচে ৩০৫৮ রান করার পাশাপাশি মােট ১৫টি উইকেট নেন। ১৫৫ তার সর্বোচ্চ রান। অলরাউন্ডার হিসেবে শ্যামসুন্দর মিত্র বাংলার ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
জন্মঃ জন্ম: ৮ নভেম্বর ১৯৩৬ ( 8 November 1936)
মৃত্যুঃ মৃত্যু: 27 June 2019
বয়স- ৮২ বছর
সমাধিঃ
অন্যান্য নামঃ শামুদা
পেশাঃ ক্রিকেটার
পিতা-
মাতাঃ