সর্বপল্লী রাধাকৃষ্ণানঃ- ভারতের সর্ব প্রথম উপরাস্ট্র পতি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান (Sarvepalli Radhakrishnan)। তিনি আমাদের দেশের উপরাষ্ট্র নন তার সাথে সাথে একজন আদর্শ শিক্ষক ।
একজন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ [৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ – ১৭ই এপ্রিল, ১৯৭৫] আজকের দিনে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি(১৯৬২-৬৭) ছিলেন।
প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন (১৯১৮)। এসময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময়েই তিনি লেখেন তার প্রথম গ্রন্থ ‘The Philosophy of Rabindranath Tagore’। দ্বিতীয় গ্রন্থ ‘The Reign of Religion in Contemporary Philosophy’প্রকাশিত হয় ১৯২০সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ–বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন।
রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন ‘জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে উদ্যাপিত হয় তবে আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করবো।
-ঃসর্বপল্লি রাধাকৃষ্ণানের গুরুত্বপূর্ণ তথ্য :-
নাম ((Name)) | সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
ইংলিশ নাম (English Name) |
sarvepelli Radhakrishnan |
জন্ম (Birth) | |
জন্ম স্থান (Birth Place) | |
বাবার নাম (Father Name) | মাস্টার দীনানাথ মঙ্গেশকর |
মায়ের নাম (Mother Name) | তার প্রথম মায়েনাম নরমদা এবং দ্বিতীয় স্ত্রীর নাম হল সেবন্তী |
ভাষা | হিন্দি, মারাঠি |
কর্মজীবন (Occupations) | রাজনিতিবিধ, দার্শনিক, অধ্যাপক |
স্ত্রী / স্বামী (Wife/ Husband) | |
সন্তান (Childrens) | পাঁচ জন মেয়ে এবং এক জন ছেলে |
ধর্ম (Religion) | হিন্দু |
জাতীয়তা (Nationality) | ভারতীয় |
মৃত্যু (Death) | ১৭ই এপ্রিল ১৯৭৫ |
উল্লেখযোগ্য পুরস্কার (Prize) |
১৯৫৪তে ভারতরত্ন উপাধি পান |
জীবন কাল (Age) |
৮৭ |