সি এস নাইডু ছিলেন ডানহাতি ব্যাটসম্যান ও বােলার। ১৯৩৪-৩৫ সাল থেকে ১৯৬০-৬১ সাল পর্যন্ত মধ্যভারত তথা হালকার, বরােদা, বাংলা ও উত্তরপ্রদেশের হয়ে বিভিন্ন সময়ে রনজি ট্রফিতে খেলেন। মন্টু ব্যানার্জি ছিলেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বােলার। ১৯৩৯ খ্রিস্টাব্দে রনজি ট্রফিতে প্রথম খেলেন। প্রথম জীবনে বিহারের পক্ষে খেললেও খেলােয়াড় জীবনের অস্তিম পর্বে বাংলা দলের অপরিহার্য খেলােয়াড় ছিলেন। জীবনে একটি মাত্র টেস্ট খেলেন ১৯৪৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কলকাতায়। নীরদচন্দ্র চৌধুরী বাংলা দলের অন্যতম সদস্য ছিলেন। প্রথম শ্রেণির খেলায় আসেন ১৯৪১-৪২ সালে। এই মিডিয়াম পেসার কিছুদিন বিহার দলেও খেলেন। একবার তিনি মার্চেন্ট, মুস্তাক ও অমরনাথকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিককরেন। ২টি টেস্ট ম্যাচে অংশ নেন। ১৯৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ১৯৫১-য়ইংল্যান্ডের বিরুদ্ধে।
গুরুত্বপূর্ণ তথ্য
জন্মঃ
মৃত্যুঃ
সমাধিঃ
অন্যান্য নামঃ
পেশাঃ ক্রিকেটার
পিতা-
মাতাঃ