সুনির্মল বসু এর সংক্ষিপ্ত জীবনী | Sunirmal Basu

সুনির্মল বসু : সুনির্মল বসু  (Sunirmal Basu) (২০ জুলাই ১৯০২ – ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন বাঙালি কবি ও শিশুসাহিত্যিক।

 

১৯০২ খ্রিস্টাব্দে বিহারের গিরিডিতে সুনির্মল বসুর জন্ম। ছোটোদের জন্য তিনি ছড়া, গল্প, কাহিনি, ভ্রমণকাহিনি উপন্যাস, রূপকথা, কৌতুক নাটক ইত্যাদি রচনা করেছেন। প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল—ছানাবড়া, হাওয়ার দোলা, হইচই, ছন্দের টুংটাং, হুলুস্থুল ইত্যাদি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ভুবনেশ্বরী পদক’ লাভ করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে এই বিখ্যাত শিশুসাহিত্যিকের মৃত্যু হয়।