সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ – ২৩ অক্টোবর ২০১২) বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। নীললোহিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। [ এটিও পড়ুন – কার্তিক ঘোষ এর সংক্ষিপ্ত জীবনী । Kartik Ghosh ]
সুনীল গঙ্গোপাধ্যায় এর জীবনী
সুনীল গঙ্গোপাধ্যায় বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় ৭সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন স্কুলশিক্ষক কালীপদ গঙ্গোপাধ্যায়। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। উত্তর কলকাতায় টাউন স্কুলে পড়াশোনা শেষ করে ভরতি হন সুরেন্দ্রনাথ কলেজে। পরবর্তীকালে সিটি কলেজেও পড়াশোনা করেন। এমএ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭০ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকা-য় সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। তিনি রচনা করেছেন অসংখ্য উপন্যাস, কবিতা, কাব্যগ্রন্থ, নাটক ও অসংখ্য সাহিত্য। কৃত্তিবাস পত্রিকার তিনি ছিলেন প্রাণপুরুষ। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল ‘আত্মপ্রকাশ’, ‘অন্য জীবনের স্বাদ’, ‘সেই সময়’, ‘প্রথম আলো’, ‘একটি রাত’, ‘তিনটি জীবন’, ‘আকাশ পাতাল’, ‘নদীর ওপার’, ‘আশ্রয়’, ‘পূর্বপশ্চিম’। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ‘একা ও কয়েকজন’, ‘হঠাৎ নীরার জন্য’, ‘ভোরবেলার উপহার’, ‘সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে। ছোটোদের জন্য তিনি কাকাবাবুকে কেন্দ্র করে অনেক গোয়েন্দা গল্প লিখেছেন। জীবনে তিনি পুরস্কারও পেয়েছেন প্রচুর। যেমন—আনন্দ পুরস্কার’, ‘বঙ্কিম পুরস্কার’, ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ ইত্যাদি। বেশ কয়েকটি ছদ্মনামে তিনি লিখতেন। সেগুলি হল ‘নীললোহিত’, ‘সনাতন পাঠক’, ‘নীল উপাধ্যায়’ প্রভৃতি। ২০১২ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর বাংলার এই বিখ্যাত সাহিত্যিক প্রয়াত হন।
1 thought on “সুনীল গঙ্গোপাধ্যায় এর জীবনী | Sunil Gangopadhyay”
Comments are closed.