সৈয়দ মুজতবা আলী (Syed Mujtaba Ali) (১৩ সেপ্টেম্বর ১৯০৪ – ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।
সৈয়দ মুজতবা আলি এর জীবনী
১৯০৪ খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের শ্রীহট্ট তথা সিলেট জেলার করিমগঞ্জে সৈয়দ মুজতবা আলির জন্ম হয়। তাঁর পিতার নাম হল সৈয়দ সিকান্দার আলি। ১৯২১ খ্রিস্টাব্দ থেকে ১৯২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেন। ভারত ভাগ হওয়ার পর তিনি বগুড়া কলেজে অধ্যাপনা করতেন। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি হওয়ার আকাশবাণীর কেন্দ্রের পরিচালক রূপে কাজ করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল—‘দেশে-বিদেশে’, ‘পঞ্চতন্ত্র’, ‘চাচা কাহিনী’, ‘ময়ূরকণ্ঠী’, ‘শবনম’, ‘ধূপছায়া’, ‘অবিশ্বাস্য’, ‘টুনিমেম’, ‘হিটলার’, ‘কত না অশ্রুজল’ ইত্যাদি। ১৯৪৯ খ্রিস্টাব্দে তিনি ‘নরসিংহদাস পুরস্কার’-এ সম্মানিত হন। এই মহান স্রষ্টা ১৯৭৪ খ্রিস্টাব্দে পরলোকগমন করেন।
সৈয়দ মুজতবা আলি এর মৃত্যুঃ
১৯৭৪ খ্রিষ্টাব্দের ১১ ফেব্রুয়ারি সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১২৭ নং কক্ষে সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেন।
1 thought on “সৈয়দ মুজতবা আলি এর জীবনী । Syed Mujtaba Ali”
Comments are closed.