ফ্রীজ হেবার এর সংক্ষিপ্ত জীবনী

ফ্রীজ হেবার ( ১৮৬৮ – ১৯৩৪) Fritz Haber (18681934)

জার্মান রসায়নবিদ ফ্রীজ হেবার বায়ুর নাইট্রোজেন আবদ্ধীকরণের একটি পদ্ধতি উদ্ভাবন করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। তাঁর এ পদ্ধতিই অ্যামোনিয়া উৎপাদনের হেবার পদ্ধতি নমে পরিচিত এবং সারা পৃথিবীর দেশে দেশে ব্যবহৃত হয়। অ্যামোনিয়ার সংশ্লেষণ উদ্ভাবনের জন্য ১৯১৮ সালে তাঁকে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়।