মোহাম্মদ আকরাম হুসেইন খান বিখ্যাত বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়ের জীবনী । Akram Khan

মোহাম্মদ আকরাম হুসেইন খান (জন্ম: নভেম্বর ১, ১৯৬৮, চট্টগ্রাম) একজন বাংলাদেশী জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড়। তিনি আকরাম খান নামেই বেশি পরিচিত।  তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ১৫টি সীমিত ওভারের একদিনের খেলায় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। মারকুটে ব্যাটসম্যান আকরাম খান প্রথম-শ্রেণীর ক্রিকেটে চট্টগ্রাম বিভাগ দলের হয়ে খেলেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্ট ম্যাচে আকরাম খান দলে ছিলেন। তিনি ১৯৮৮ সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। গাজী আশরাফ লিপু’র যোগ্য দিক নির্দেশনায় তিনি আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে গড়ে উঠেন। ১৯৯৪ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ আকরাম হুসেইন খান  ব্যক্তিগত তথ্য

আকরাম খান পূর্ণ নামঃ  মোহাম্মদ আকরাম হুসেইন খান
জন্মঃ  ১ নভেম্বর ১৯৬৮ (বয়স ৫৩) চট্টগ্রাম, বাংলাদেশ
উচ্চতাঃ  ৫ ফুট ১১.৫ ইঞ্চি (১.৮২ মিটার)
ব্যাটিংয়ের ধরনঃ  ডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনঃ  ডানহাতি
ভূমিকাঃ ব্যাটসম্যান, অধিনায়ক
সম্পর্কঃ তামিম ইকবাল (ভাতিজা), নাফিস ইকবাল (ভাতিজা) নুসরাত ইকবাল ববি (ভাবি)