রজনীকান্ত সেন এর জীবনী Rajanikanta Sen

রজনীকান্ত সেন (Rajanikanta Sen) (২৬ জুলাই, ১৮৬৫ – ১৩ সেপ্টেম্বর, ১৯১০) প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশ প্রেমই তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়।

রজনীকান্ত সেন এর জীবনী

প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন ১৮৬৫ খ্রিস্টাব্দের ২৬ জুলাই বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গুরুপ্রসাদ সেন ও মাতা মনোমোহিনী দেবী। তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দে রাজশাহি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এফএ পাস করেন এবং কলকাতার সিটি কলেজে ভরতি হন। ১৮৮৯ খ্রিস্টাব্দে তিনি বিএ পাস করেন। ১৫ বছর বয়সেই কালী-সংগীত রচনার মাধ্যমে তাঁর কবিত্ব শক্তির বহিঃপ্রকাশ ঘটে। ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ আগস্ট কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি সভায় তাঁর রচিত বিখ্যাত গান ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটি গীত হয়। তখন থেকে তিনি দেশাত্মবোধক গান রচনায় অবিস্মরণীয় হয়ে ওঠেন। তাঁর তিনটি গ্রন্থ প্রকাশিত হয়, যথাক্রমে ‘বাণী’, ‘কল্যাণী’ ও ‘অমৃত’। এ ছাড়া পরবর্তীকালে প্রকাশিত হয় ‘অভয়া’, ‘আনন্দময়ী’, ‘বিশ্রাম’, ‘সদ্ভাবকুসুম’ ও ‘শেষদান’। রজনীকান্তের শেষের দিনগুলি অসম্ভব ব্যথায় পরিপূর্ণ। ১৩ সেপ্টেম্বর ১৯১০ খ্রিস্টাব্দে এই ‘কান্তকবি’র প্রয়াণ ঘটে।

রজনীকান্ত সেন মৃত্যুঃ

তিনি ১৩ সেপ্টেম্বর, ১৯১০ সালে (বাংলা ১৩১৭ বঙ্গাব্দের ২৮শে ভাদ্র) মঙ্গলবার রাত্রি সাড়ে আট ঘটিকার সময় লোকান্তরিত হন।