লীলা মজুমদার এর জীবনী ।Leela Majumdar

লীলা মজুমদার (Leela Majumdar ) একজন ভারতীয় বাঙালি লেখিকা। তিনি কলকাতার রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান (বিবাহপূর্ব নাম লীলা রায়)। তার জন্ম রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (যাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়) ছিলেন প্রমদারঞ্জনের দাদা এবং লীলার জ্যাঠামশাই । সেইসূত্রে লীলা হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি।

লীলা মজুমদার এর সংক্ষিপ্ত জীবনী

লীলা মজুমদার ১৯০৮ খ্রিস্টাব্দে ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রমদারঞ্জন রায়। মায়ের নাম সুরমা দেবী। বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন লেখিকার জ্যাঠামশাই। তাঁর বিখ্যাত কয়েকটি গ্রন্থ—পদিপিসির বর্মিবাক্স, টং লিং, হলদে পাখির পালক ইত্যাদি। সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। আনন্দ পুরস্কার’, ‘ভারতীয় শিশুসাহিত্যের পুরস্কার’ ‘রবীন্দ্র পুরস্কার’-এর মতন বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৭ সালে এই বিখ্যাত লেখিকার মৃত্যু হয়।

এটিও পড়ুন – রবীন্দ্রনাথ ঠাকুর এর সংক্ষিপ্ত জীবনী। Rabindranath Tagore