শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর জীবনী | Sharadindu Bandyopadhyay

Last updated on January 24th, 2022 at 10:57 am

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (Sharadindu Bandyopadhyay) ছিলেন একজন ভারতীয় জনপ্রিয় বাঙালি লেখক। তাঁর জন্ম হয় উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কোলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চল।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর জীবনী

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (Sharadindu Bandyopadhyay) (১৮১১-১৯৭০) বাংলা সাহিত্যের জগতে এক সর্বজন পরিচিত খ্যাতিসম্পন্ন লেখক হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি বিহারের পূর্ণিয়ায় ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কলকাতার বিদ্যাসাগর মহাবিদ্যালয় থেকে তিনি স্নাতক হন।

তাঁর প্রথম কবিতার সংকলন ‘যৌবন স্মৃতি’ (১৯১৯) মাত্র কুড়ি বছর বয়সে প্রকাশিত হয়। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ডিটেকটিভ কাহিনিগুলি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্মরণীয় সৃষ্টি। বড়োদের গল্প-উপন্যাস রচনার পাশাপাশি

শিশু-কিশোরদের জন্য তাঁর লেখালেখির পরিমাণও কম নয়। শিশুসাহিত্যে তাঁর একটি স্মরণীয় নায়ক চরিত্র হল ‘সদাশিব’। অবশেষে দীর্ঘ জীবনপথ অতিক্রম করে ১৯৭০ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর পুণেতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্য তাঁর কাছে আজও বিশেষভাবে ঋণী।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর প্রাপ্ত পুরস্কার

  • রবীন্দ্র পুরস্কার (১৯৬৭ – তুঙ্গভদ্রার তীরে)
  • শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার (১৯৬৭)