শিবতোষ মুখোপাধ্যায় এর জীবনী । Shibtosh Mukhopadhyay

Last updated on January 4th, 2022 at 12:43 pm

শিবতোষ মুখোপাধ্যায়  (১৯২৬-১৯৯৩): বিশিষ্ট অধ্যাপক ও প্রাণীবিজ্ঞানী শিবতোষ মুখোপাধ্যায় ১৯২৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-সহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য ‘জুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’, ‘এশিয়াটিক সোসাইটি’-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহু স্বীকৃতি ও সম্মান পেয়েছেন। ১৯৯৩ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন।

এটিও পড়ুন – সুনীল গঙ্গোপাধ্যায় এর জীবনী | Sunil Gangopadhyay

তাঁর কয়েকটি উল্লেখযোগ্য লেখা হল— ‘অণুর উত্তরায়ণ’, ‘লাবণ্যের অ্যানাটমি’, ‘দিক্‌বিদিক’, ‘মানহাটান ও মার্টিনি’, ‘আসা যাওয়া পথের ধারে’ প্রভৃতি। এই বিশিষ্ট অধ্যাপক ও প্রাণীবিজ্ঞানী