সুকান্ত ভট্টাচার্য এর জীবনী | Sukanta Bhattacharya

সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) (১৫আগস্ট, ১৯২৬ – ১৩ মে, ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।

সুকান্ত ভট্টাচার্য এর জীবনী

বাংলা কাব্যসাহিত্যের এক উজ্জ্বল নাম সুকান্ত ভট্টাচার্য। কলকাতার কালীঘাট অঞ্চলে ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য ও মাতা সুনীতি দেবী । কৈশোরকাল থেকেই কবি সুকান্ত সমাজের বৃহত্তর কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করেন ও সাম্যবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হন।

১৯৪৪ খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষা দেন। পরের বছরই দুরারোগ্য যক্ষ্মা রোগে আক্রান্ত হন। বছরখানেক ভুগে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৩মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় ‘ছাড়পত্র’ (১৯৪৭), ‘ঘুম নেই’ (১৯৫০), ‘পূর্বাভাস’ (১৯৫০), ‘মিঠেকড়া’ (১৯৫১), ‘অভিযান’ (১৯৫৭), ‘হরতাল’ (১৯৬২), ‘গীতিগুচ্ছ’ (১৯৬৫) ও ‘সুকান্ত সমগ্র’।

এটিও পড়ুন – ভবানীপ্রসাদ মজুমদার এর জীবনী | Bhabani Prasad Majumdar